হোম > সারা দেশ > দিনাজপুর

নিখোঁজের ৪ ঘণ্টা পর করতোয়া থেকে ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ উদ্ধার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

ন্দোনেশীয় নাগরিক ফাইজির রহমান। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার ৬ সকাল সাড়ে ৮টার দিকে ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মৃতের নাম ফাইজির রহমান (৪৮)। তিনি তাবলিগ জামায়াতের সাথি হয়ে বাংলাদেশে এসেছিলেন। তাবলিগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে তাবলিগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে ফাইজির নিখোঁজ হয়ে যান। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাবলিগ জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশীয় দূতাবাসে যোগাযোগ করেছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার