হোম > সারা দেশ > রংপুর

‘বিশেষ পাঠদান ব্যবস্থার’ জন্য এসএসসির ফরম পূরণে দ্বিগুণ টাকা 

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে এক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষাবোর্ড থেকে তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য সব মিলিয়ে সর্বোচ্চ ২ হাজার ১৪০ টাকা নির্ধারণ করে দিলেও দ্বিগুণ টাকা নেওয়া হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। এ ঘটনা পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। 

এ বিষয়ে প্রধান শিক্ষক বলেছেন, ছাত্রীদের ভালো ফলের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। 

এ বিদ্যালয় থেকে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষায় ৮৮ জন ছাত্রী অংশ নেয়। এর মধ্যে অধিকাংশ ছাত্রী গণিত ও ইংরেজিতে অকৃতকার্য হয়। পরবর্তীতে আবারও নির্বাচনী পরীক্ষা নিয়ে ফরম পূরণের জন্য নির্বাচিত করা হয়। 

 ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে কত টাকা নেওয়া যাবে সেটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুর কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের প্রতি শিক্ষার্থীর জন্য বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকাসহ মোট ২ হাজার ১৪০ টাকা। 

ব্যবসায় শিক্ষা এবং মানবিক শিক্ষা বিভাগের প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা ও কেন্দ্র ফি ৪৮৫ টাকাসহ মোট ২ হাজার ২০ টাকা হারে নির্ধারণ করে গত ১৭ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে কোনোভাবেই অতিরিক্ত কোনো ফি নেওয়া যাবে না উল্লেখ করা হলেও পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে ৫ হাজার ৩০০ টাকা হারে নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘এখন ডবল ৫ হাজার ৩০০ টাকা দিয়ে এসএসসি ফরম পূরণ করতে হচ্ছে। মেয়ে বাড়ি গিয়ে জানিয়েছে এ টাকা না দিলে নাকি ফরম পূরণ করতে দেওয়া হবে না। এভাবে কী সন্তানদের লেখাপড়া করানো সম্ভব?’ 

নাম প্রকাশে অনিচ্ছুক এ বিদ্যালয়ের একাধিক ছাত্রী বলেন, ফরম পূরণে প্রতিজনের কাছে ৫ হাজার ৩০০ টাকা দিয়ে এসএসসি ফরম পূরণ করতে বলেছেন স্যারেরা। কেউ কেউ দিয়েছে। ছাত্রীদের কাছে এত টাকা নাই জানানো হলে প্রধান শিক্ষক বলেন, ফরম পূরণের সময় কমপক্ষে ৩ হাজার ৩০০ টাকা করে দিতে হবে। পরের মাসে বাকি ২ হাজার টাকা দিতে হবে। 
 
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বসুনিয়া বলেন, ‘এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষায় অধিকাংশ ছাত্রী অকৃতকার্য হয়। আমরা আবারও পরীক্ষা নিয়েছি এতেও অনেকে পাস করেনি। এ কারণে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের ভালোর জন্যই বিশেষ পাঠদানের ব্যবস্থা নিয়েছি। এ জন্য ফরম পূরণের সময় অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। এখনো অনেক ছাত্রীই টাকা দেয়নি।’ 

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার ব্যাপারে ওই বিদ্যালয়ের ছাত্রীর অভিভাবক আমাকে জানিয়েছে। আমি প্রধান শিক্ষককে বিধি বহির্ভূতভাবে কোনো টাকা নিতে নিষেধ করেছি। বিষয়টি দেখছি।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত