হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

দুর্ঘটনাস্থলে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের জোংড়া ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার আজিজার রহমান (৬০), মকবুল হোসেন (৬২), মোবারক হোসেন (৬৫) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)।

পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম ট্রেনের ধাক্কায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার সন্ধ্যার কিছু সময় আগে রেললাইনে বসে ধান কাটার চার শ্রমিক (দিনমজুর) তাঁদের পারিশ্রমিক ভাগ করছিলেন। এ সময় পাশেই ধান মাড়াইয়ের কাজ চলছিল। টাকা ভাগাভাগি অবস্থায় ও মেশিনের শব্দে পাটগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের শব্দ বোঝা যায়নি। এতে বগুড়া-সান্তাহারগামী ওই ট্রেনের ধাক্কায় রেললাইনে বসে থাক চারজনই শ্রমিকই ছিটকে পড়ে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।

পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) বিভূতি ভূষণ রায় ব্রতী বলেন, নিহত চারজন ধান কাটা শ্রমিক ও দিনমজুর। পাটগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি লালমনিরহাট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে থানা দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোমেন বলেন, ‘পাটগ্রামে ট্রেনের ধাক্কায় চারজন নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড