হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষককে ছেড়ে দিয়েছে বিএসএফ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 

বিজিবি সদস্যদের সঙ্গে কৃষক আলামিন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আলামিনকে ছয় ঘণ্টা পর ছেড়ে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরে বিজিবি তাঁকে দেশে নিয়ে আসে।

বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল ইসলাম বলেন, ‘পাঁচজন বাংলাদেশি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। বিএসএফের ধারণা, সীমান্তের আশপাশে থাকা কেউ তাঁদের সহযোগিতা করেছেন। সে সময় আলামিন নামে এক বাংলাদেশি যুবক সীমান্তের খুব কাছাকাছি ছিল। তারা আলামিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল–বোঝাবুঝি ছিল। আমাদের পতাকা বৈঠকে বিষয়টির সমাধান হয়েছে। আজ শুক্রবার বিকেল সোয়া ৪টায় আলামিনকে তারা ফেরত দিয়েছে।’

জানা গেছে, আজ সকালে বিরলের এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্যরেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাঁকে তাদের ক্যাম্পে তুলে নিয়ে যায়। তাঁর পরিবারের লোকজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানান। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে দেশে ফেরত আনে বিজিবি।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার