মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুরে রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা খুঁজে খুঁজে সাপ মারছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর (পুকুরপাড়) গ্রামে কাজলী বেগমের বাড়িতে একটি সাপ মারা হয়েছে।
কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা লিমন মিয়া জানান, শোয়ার ঘরে সাপ ঢুকেছে বলে গৃহিণীরা চিৎকার করছিলেন। এ সময় লিমনসহ কয়েকজন ছুটে যান। খোঁজাখুঁজি করে কাজলী বেগমের বাড়িতে একটি সাপ দেখতে পেলে সেটি পিটিয়ে মারেন। তাঁদের ধারণা, এটি রাসেলস ভাইপার।
কিন্তু মেরে ফেলার পর জানতে পারেন, সাপটি আসলে জলঢোঁড়া। নির্বিষ এই সাপ পানিতে থাকে। সাধারণত বৃষ্টি–বাদলের সময় এসব সাপ ওপরে উঠে আসে।