ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার কানাডি এলাকার বাড়ির পাশের একটি মরিচখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম রেজিয়া বেগম (৪৫)। তিনি একই এলাকার মৃত এনামুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে মীরা বেগম নামে এক কিষানি মাঠে মরিচ তুলতে যান। এ সময় তিনি এক নারীর মরদেহ দেখে চিৎকার করেন। বাড়ির লোকজন এসে মরদেহটি রেজিয়ার বলে শনাক্ত করেন। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি জানা যাবে।