হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা তরুণী আটক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন কুড়িগ্রাম আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক মো. কবির হোসেন।

আটক দুই তরুণীর একজন মোছা. হাসিনা আক্তার বেবি (১৮)। তিনি বালুখালি ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-৯ এর বাসিন্দা। বাবার নাম তৈয়ব এবং মায়ের নাম আরফা বেগম। অপর তরুণীর নাম মোছা. খুরশিদা। তিনি একই ক্যাম্পের ব্লক ডির বাসিন্দা। তাঁর বাবার নাম সৈয়দ আহম্মদ এবং মায়ের নাম সৈয়দা খাতুন।

এ বিষয়ে কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হাসিনা আক্তার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারীপাড়া বালিয়ামারী গ্রামের আজিজুল হক ও নুরনেসা বেগমের সন্তান এবং খুরশিদা আক্তার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ বাউনিয়ার চর গ্রামের ফয়জার শেখ ও রাবেয়া খাতুনের সন্তান পরিচয়ে জন্মনিবন্ধন সনদ নিয়ে পাসপোর্ট করতে আসেন। এ সময় তাদের সঙ্গে কথা বলে সন্দেহ হয়। এবং তারা ঠিকমতো বাংলা বলতে পারছিলেন না। তাদের কথা শুনে মনে হয় তারা রোহিঙ্গা। পরে তাদের কুড়িগ্রাম সদর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, ‘আটক দুই তরুণীকে জেলা পুলিশের ডিএসবি শাখায় হস্তান্তর করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে পর্যালোচনা করছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড