হোম > সারা দেশ > রংপুর

টাকার বিনিময়ে নির্বাচনে জেতানোর আশ্বাস, নির্বাচন কর্মকর্তার ফোনালাপ ভাইরাল

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক সদস্য পদপ্রার্থীকে টাকার বিনিময়ে জেতানোর আশ্বাস দিয়েছেন বলে অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানের বিরুদ্ধে। এরই মধ্যে অভিযুক্ত ওই নির্বাচন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পীরগাছা উপজেলার নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী।

আগামী ৭ ফেব্রুয়ারি মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নানের সঙ্গে বালারহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলামের একটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপে নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য আর্থিক লেনদেনের কথাও উঠে আসে।

এ বিষয়ে জানার জন্য সদস্য পদপ্রার্থী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সদ্য প্রত্যাহার হওয়া নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, একটি মহল তাদের পছন্দের শিক্ষকদের কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং  অফিসার হিসেবে নিয়োগ দেওয়াসহ বিভিন্ন ধরনের অনৈতিক সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু আমি তাদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আমার সুনাম ক্ষুণ্ন ও নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবে এডিট করে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন আব্দুল হান্নান।

এ নিয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল হান্নান। তবে সেটি আমলে নেওয়া হয়নি।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ