হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পেটের পীড়া নিয়ে হাসপাতালে পুলিশ কর্মকর্তা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মির্জা জাফরুল ইসলাম (৫১) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন পেটের পীড়া থাকলেও হৃদরোগে  তাঁর মৃত্যু হতে পারে। 

জাফরুল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছেলে। তিনি নীলফামারী থেকে সদ্য বদলি হয়ে ঢাকার উত্তরা থানার আব্দুল্লাপুরে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক হিসেবে যোগদান করেন। 

চিকিৎসাধীন অবস্থায় মির্জা জাফরুলের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন। তিনি বলেন, ‘গতকাল রোববার বেলা ৩টার দিকে জাফরুল ইসলাম বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে ভর্তি রেখে স্যালাইন দেওয়ার পর তিনি সুস্থ অনুভব করেন। একপর্যায়ে বাড়িও চলে যেতে চান। তবে রাত ৯টার দিকে আবার তাঁর বমি শুরু হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি মারা যান।’ 

রকিবুল আলম আরও বলেন, ‘ধারণা করছি হৃদ্‌রোগে মির্জা জাফরুলের মৃত্যু হতে পারে। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’ 

জাফরুল ইসলামের ছেলে মির্জা আলমগীর বলেন, ‘পাঁচ দিনের ছুটিতে আসেন বাবা। গতকাল রোববার সকালে বাড়িতে সেমাই খাওয়ার পরে পেটের সমস্যা দেখা দেয় তাঁর। এরপরে ডায়রিয়া শুরু হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করি। সেখানে রাত ৯টার দিকে মারা যান। বাবার হার্টেরও একটু সমস্যা ছিল।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল আলম বলেন, ‘পারিবারিক কবরস্থানে আজ বিকেলে মির্জা জাফরুলকে দাফন করা হবে। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ