হোম > সারা দেশ > রংপুর

উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কিশোরের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোহেল রানা (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের ভবেশ টারিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

সোহেল রানা উপজেলার ভবেশ টারিরপাড়া এলাকার ফরিদ আলীর ছেলে। পার্শ্ববর্তী রৌমারী উপজেলার টাপুরচর হাফেজিয়া মাদ্রাসায় হেফজ শাখার শিক্ষার্থী ছিল সে।

সোহেল রানার দুলাভাই আবুল কালাম আজাদ বলেন, গতকাল সোমবার রাত থেকে সোহেল অসুস্থ ছিল। কী কারণে সে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তা আমরা জানি না। আজ বেশি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম বিনতে হাসান বলেন, হাসপাতালে আনার আগেই ডায়রিয়া আক্রান্ত ওই কিশোরের মৃত্যু হয়েছে।

হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে বেশির ভাগই শিশু।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত