হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় কালবৈশাখীতে তিন শতাধিক ঘর লন্ডভন্ড

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরে কাউনিয়ায় কালবৈশাখীতে তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এতে শতাধিক পরিবার গৃহহারা হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে ঝড় শুরু হয়। 

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী জানান, উপজেলার শহীদবাগ, সারাই ও হারাগাছ ইউনিয়নের প্রাণনাথ, কাচা, চর একতা, পল্লীমারীসহ বেশ কয়েকটি গ্রামে কালবৈশাখী আঘাত হানে। ১০ মিনিটের ঝড়ে শতাধিক পরিবারের প্রায় ৩০০ কাঁচা ঘর বিধ্বস্ত হয়। ৪৫০টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনোনীতা দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার প্রমুখ। 

চর প্রাণনাথ গ্রাম ঘুরে দেখা গেছে, ঝড়ে বিধ্বস্ত হওয়া কাঁচা ঘর পড়ে আছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ভেঙে পড়া ঘর মেরামতের চেষ্টা করছে। আবার কেউ ঘূর্ণিঝড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়া টিনের চাল সংগ্রহ করছেন। অনেকে বিধ্বস্ত ঘরে ভিজে যাওয়া লেপ-তোশক, বালিশ, বই-খাতা রোদে শুকাচ্ছেন। 

প্রাণনাথ চরের রজব আলি বলেন, ‘কয়েক দিন আগত আগুন মোর বসতবাড়ির ঘর পুড়ে ছাই করে দিল। ধারদেনা করি কোনো মতন থাকার ঘরখান ভালো করনু। কাইল রাতত মইধ্যেই কালবৈশাখী আমাগোর সব শেষ কইরা দিছে।’ 

রজব আলি বলেন, ‘ঝড় শুরু অইলে ছাওয়াপোয়াক নিয়ে আমাগোর ঘরের চালে ধইরা ছিলাম, আমাগোরে আছড়াইয়া ফালাইয়া চালের টিন যে কই গেছে খুঁইজা পাই নাই।’ 

ওই গ্রামের স্বপন মিয়া জানান, ঘূর্ণিঝড়ে তাঁর ঘরসহ পাশাপাশি অনেকের ঘর ভেঙে গেছে। তাঁরা সবাই এখন হতাশাগ্রস্ত। 

এদিকে রাতে ঝড়ের পর থেকে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি কাউনিয়া ও হারাগাছ আঞ্চলিক কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে 

পল্লী বিদ্যুৎ সমিতি কাউনিয়া ও হারাগাছ আঞ্চলিক কার্যালয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার জোবায়র আলী বসুনিয়া বলেন, ‘ঝড়ে ৯টি খুঁটি ভেঙে গেছে। এ ছাড়া অসংখ্য মিটার ক্ষতিগ্রস্তসহ বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সকাল থেকে লাইনম্যানরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের চেষ্টা করছে।’ 

ইউএনও (ভারপ্রাপ্ত) মনোনীতা দাশ বলেন, ‘কালবৈশাখীতে বিভিন্ন এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের দপ্তরে পাঠানো হবে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা