হোম > সারা দেশ > রংপুর

শিশু ধর্ষণ মামলার আসামি বোরকা পরে পালানোর সময় আটক

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বোরকা পরে পালাচ্ছিলেন শাহ আলম মিয়া। ছবি: আজকের পত্রিকা

বোরকা পরে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছে শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণ মামলার আসামি শাহ আলম মিয়া। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয়রা মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী হাটে শাহ আলমকে আটক করে। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার রাতেই বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আটক শাহ আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

থানার পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক প্রতিবন্ধী এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের চিথলী পশ্চিমপাড়া গ্রামে। পুলিশ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এমন অভিযোগে প্রতিবেশী  শাহ আলম মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।

মামলার পর শাহ আলম মিয়া বোরকা পরে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয় জনতা উপজেলার শঠিবাড়ী হাটে তাঁকে আটক করে। পরে তাঁকে থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার এএসআই মো. সুফিয়ার রহমান। শাহ আলম মিয়া আটক হওয়ার খবর পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রাতেই বিক্ষোভ মিছিল করে শাহ আলমের ফাঁসির দাবি জানান।

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ