হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পীরগঞ্জে শিশু হত্যার ঘটনায় আরেক শিশুসহ গ্রেপ্তার ২

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

লাবণ্য আকতার। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রী লাবণ্য আকতারের (৪) লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গ্রেপ্তারের পর ওই শিশু হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে সপ্তম শ্রেণির এক ছাত্র এবং কোষাডাঙ্গীপাড়ার হুসেন আলী নামের একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্কুলছাত্র ওই শিশুকে হত্যার কথা স্বীকার করেছে। গতকাল বিকেলে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি দেয় সে।

ওসি আরও বলেন, গত ২৩ নভেম্বর বিকেলে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। পরে লাশ পাশের আখখেতে ফেলে দেওয়া হয়। গ্রেপ্তার হুসেন আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা কোষামন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত। গত ২৩ নভেম্বর বিকেলে সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের আখখেতে তার লাশ পাওয়া যায়।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ