হোম > সারা দেশ > রংপুর

হজে গিয়ে সৈয়দপুরের বিএনপি নেতার মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

জাহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় হজে গিয়ে জাহিদুল ইসলাম (৬০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির ছেলে আল আমিন। নিহত জাহিদুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। সৈয়দপুর পৌর বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন তিনি।

আল আমিন বলেন, ‘আমার বাবা মাকে নিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। গতকাল রোববার মক্কার একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করে এশার নামাজের জন্য ওই মসজিদেই অবস্থান করছিলেন। পরে এশার নামাজ আদায় করার প্রস্তুতি নিলে সেখানে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।’

আল আমিন আরও বলেন, ‘আজ সোমবার সৌদি আরবের মক্কায় জোহরের নামাজ শেষে বাবার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানে তাঁকে দাফন করা হয়।’

জাহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সভাপতি আলহাজ রশিদুল হক সরকার, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, নজরুল ইসলাম লালবাবু, সাংবাদিক কাজী জাহিদ, তোফাজ্জল হোসেন লুতু, এম আর আলম ঝন্টু, আমিরুজ্জামান, রেজা মাহমুদ, মিজানুর রহমান মিলন প্রমুখ।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড