হোম > সারা দেশ > কুড়িগ্রাম

জমি চাষের সময় ট্রাক্টরের ফলায় প্রাণ গেল যুবকের

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে জমি চাষ করার সময় ট্রাক্টরের ফলায় পিষ্ট হয়ে প্রকাশ চন্দ্র (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দু নেফরার চরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নন্দু নেফরার চরে ট্রাক্টরচালক সামিউল ইসলাম এক ব্যক্তির জমি চাষ করছিলেন। এ সময় চালকের বন্ধু প্রকাশ চন্দ্র ওই ট্রাক্টরে ছিলেন। চালককে না জানিয়ে প্রকাশ চন্দ্র চলন্ত ট্রাক্টরের পেছন থেকে লাফিয়ে নামতে গেলে তাঁর লুঙ্গি লাঙলের ফলায় আটকে যায়। এ সময় পিষ্ট হয়ে মারা যান তিনি। এ ঘটনায় ভয়ে ট্রাক্টরচালক পালিয়ে যান। পরে এলাকাবাসী বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ফলা থেকে মরদেহ উদ্ধারে ব্যর্থ হয়ে ফিরে যায়। নিহত প্রকাশ চন্দ্র ওই এলাকার তারাপদ চন্দ্রের ছেলে বলে জানা গেছে।

উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরের ফলা থেকে মরদেহ উদ্ধারে চেষ্টা করি। কিন্তু আমাদের কাছে ফলা বিচ্ছিন্ন করার যন্ত্র না থাকায় মরদেহটি উদ্ধার করতে পারিনি।’

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেকানিকের সহযোগিতায় লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার