হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রংপুর থেকে কুড়িগ্রামের আ.লীগের নেতা সাজু গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

মোস্তাফিজুর রহমান সাজু। ছবি: সংগৃহীত

রংপুর থেকে গ্রেপ্তার হলেন কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান সাজু (৪৯)। আজ সোমবার শহরের সড়ক ও জনপথ অফিসের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান সাজু কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি দপ্তরে তাঁর শক্ত বিচরণ ছিল। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামে নিহত শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে রংপুর শহরে বিভিন্ন সময় তাঁকে দেখা যেত বলে তাঁর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।

ওসি বজলার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজে একটি টিম নিয়ে রংপুর থেকে সাজুকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে এসেছি। তাঁকে কুড়িগ্রাম সদর থানাহাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার তথ্য-উপাত্ত যাচাই করে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ