হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রংপুর থেকে কুড়িগ্রামের আ.লীগের নেতা সাজু গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

মোস্তাফিজুর রহমান সাজু। ছবি: সংগৃহীত

রংপুর থেকে গ্রেপ্তার হলেন কুড়িগ্রামের আওয়ামী লীগের নেতা মোস্তাফিজুর রহমান সাজু (৪৯)। আজ সোমবার শহরের সড়ক ও জনপথ অফিসের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

কুড়িগ্রাম ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান সাজু কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি দপ্তরে তাঁর শক্ত বিচরণ ছিল। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামে নিহত শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে রংপুর শহরে বিভিন্ন সময় তাঁকে দেখা যেত বলে তাঁর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।

ওসি বজলার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি নিজে একটি টিম নিয়ে রংপুর থেকে সাজুকে গ্রেপ্তার করে কুড়িগ্রামে নিয়ে এসেছি। তাঁকে কুড়িগ্রাম সদর থানাহাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার তথ্য-উপাত্ত যাচাই করে আগামীকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা