হোম > সারা দেশ > কুড়িগ্রাম

পেঁয়াজের দাম বৃদ্ধিতে কুড়িগ্রামে কমেছে বিক্রি 

কুড়িগ্রাম প্রতিনিধি

আকস্মিক দাম বৃদ্ধিতে কুড়িগ্রামের পেঁয়াজের বিক্রি কমে গেছে। গত দুই দিনের তুলনায় আজ রোববার ক্রেতাদের মাঝে পেঁয়াজ কেনার প্রবণতা কম দেখা গেছে বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় তাঁরা প্রয়োজনের তুলনায় অল্প পরিমাণে কিনছেন। কুড়িগ্রাম শহরের জিয়া বাজার ও পৌর বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। 

কুড়িগ্রাম জিয়া বাজারের পাইকারি আড়তদার শাহীন বলেন, ‘পেঁয়াজের দাম বেড়েছে। রোববার বিক্রি হয়েছে কম। ভারতীয় পেঁয়াজের সরবরাহ কিছুটা কমেছে। তবে দেশি নতুন পেঁয়াজ (কুষ্টিয়া থেকে আসা) বাজারে আসায় তাঁর দাম কিছুটা কম। ক্রেতারা এই পেঁয়াজের দিকে ঝুঁকছেন।’ 

পেঁয়াজের দামের বিষয়ে এই আড়তদার বলেন, ‘আমদানি করা ভারতীয় পেঁয়াজ রোববার পাইকারি বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি। এ ছাড়া পুরোনো দেশি পেঁয়াজ প্রতি কেজি ২২০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু দেশি নতুন পেঁয়াজের দাম অনেকটা কম। আমরা রোববার প্রতি কেজি ১২৫ টাকা বিক্রি করেছি।’ 
 
একই বাজারের খুচরা শবজি ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, ‘দাম বাড়ায় ক্রেতারা পেঁয়াজ কম কিনছেন। বিক্রি একেবারে কমে গেছে। এক পোয়া, আধা কেজি করে কিনছে।’ 

আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ২১০ টাকা, দেশি পুরোনো ২৪০ টাকা এবং দেশি পেঁয়াজ নতুন প্রতি কেজি ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান এই খুচরা বিক্রেতা। কুড়িগ্রাম পৌর বাজারের খুচরা ব্যবসায়ী অলিলের সঙ্গে কথা বলেও একই বাজার দর পাওয়া গেছে। 

ক্রেতারা বলছেন, তরকারির নিত্যপণ্য পেঁয়াজ নিয়ে তারা বারবার ভোগান্তির শিকার হচ্ছেন। জিয়া বাজারে নিত্যপণ্য কিনতে যাওয়া ক্রেতা আব্দুর রাজ্জাক বলেন, ‘সবজির দাম কম। কিন্তু হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় আবারও মানুষ বিড়ম্বনায় পড়েছে। দাম বেশি হওয়ায় বাধ্য হয়ে অল্প করে কিনেছি। খেতে তো হবে।’ 

আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, ‘পেঁয়াজ নিয়ে কিছু বলার নাই। আর কত বলব। এখন দাম বেড়েছে, অল্প অল্প করে কিনছি।’

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু