হোম > সারা দেশ > দিনাজপুর

রান্নাঘরের মেঝেতে স্ত্রীর ও আড়ায় স্বামীর ঝুলন্ত লাশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরের এক বাড়ির রান্নাঘরের মেঝেতে স্ত্রীর ও আড়ায় ঝুলন্ত অবস্থায় স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ৬৫ বছর বয়সী মজিবর রহমান ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৪২)। মজিবর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার রহিম উদ্দিন আহমেদের ছেলে। 

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ঈমান আলী জানান, বৃহস্পতিবার গভীর রাতে পৌর শহরের এক বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

আজকের পত্রিকাকে তিনি বলেন, মজিবর রহমান দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে লিলির মোড় এলাকায় লুৎফুননেছা টাওয়ারসংলগ্ন ফাতেমা বীথি নামের ওই বাড়িতে তত্ত্বাবধায়কের কাজ করতেন। স্ত্রীও তাঁর সঙ্গে সেখানেই থাকতেন। বাড়ির মালিক অ্যাডভোকেট নিলুফার রহিম সপরিবারে ঢাকায় থাকেন।

এসআই ঈমান আলী আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে কোনো আলো জ্বলতে না দেখে পাশের মার্কেটের দারোয়ান শফিকুল বাড়ির মালিককে মোবাইল ফোনে কল দেন। তারপর বাইরে থেকে মজিবরকে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। দরজা বন্ধ থাকায় শফিকুল দেয়াল টপকে ভেতরে ঢুকেন। রান্নাঘরের ভেতর মজিবরের ঝুলন্ত লাশ দেখতে পান।

নিহতের একমাত্র সন্তান সিরাজুল ইসলাম জানান, তাঁর বাবা-মার এভাবে মৃত্যুর কোনো কারণ জানা নেই। এক সপ্তাহ আগে বাবার সঙ্গে তাঁর শেষ কথা হয়।

দিনাজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম আজকের পত্রিকাকে বলেন, মজিবরের লাশ ‘ঝুলন্ত অবস্থায়’ ছিল এবং তাঁর স্ত্রীর লাশ ‘রান্নাঘরের মেঝেতে ছিল, মাথায় আঘাতের’ চিহ্ন আছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ