হোম > সারা দেশ > দিনাজপুর

নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। দেশকে এগিয়ে যাওয়ার নির্বাচন। এই নির্বাচন কেউ বানচাল করার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ এ জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

আজ বৃহস্পতিবার দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর এলাকার জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সহসভাপতি নিশাত প্রমুখ। পরে বিরল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আরেকটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড