হোম > সারা দেশ > লালমনিরহাট

পাটগ্রামে নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে গোসল করতে নেমে ধরলা নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ধরলা নদীর উপজেলার বেংকান্দা রাবার ড্যাম এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত দুই কিশোর হলো রাফসান সরকার (১৫) ও মিসকাত হোসেন (১২)। রাফসান উপজেলার ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে এবং মিসকাত পঞ্চম শ্রেণিতে পড়ত। উভয়ের বাড়ি পৌরসভার জেএমসিপাড়ায়। রাফসান পাটগ্রাম বাজারের বস্ত্র ব্যবসায়ী রাসেল সরকারের ছেলে আর মিসকাত কনফেকশনারি ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুর ছেলে।

স্থানীয় বাসিন্দা হেদায়েত আলী মধু (৫০) বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে তারা রাবার ড্যাম সেতুর পাশের খালে (গভীরে) গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় তারা ডুবে যায়। এ সময় অন্য এক ছেলের চিৎকার শুনে মাটি কাটা দুই শ্রমিকসহ আমরা নদীতে নেমে ওই দুই কিশোরকে উদ্ধার করি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে হাসপাতালে নিয়ে যায়।’

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাসনিম আক্তার বলেন, হাসপাতালে আনার আগে ওই দুই কিশোরের মৃত্যু হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই কিশোরের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার