হোম > সারা দেশ > রংপুর

উলিপুরে মেয়ের ফেলের খবর শুনে বাবার মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে দুই মেয়ে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বাবার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরীক্ষার ফল শুনে সন্তানদের ওপর ক্ষুব্ধ হয়ে উত্তেজিত হয়ে পড়লে এ ঘটনা ঘটে। 

গতকাল বুধবার বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি বাহারবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই রাতে তাঁর মরদেহ দাফন করা হয়। 

ওই ব্যক্তির নাম আব্দুল গফ্ফার মিয়া (৫৫)। তিনি দলদলিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক। 

স্থানীয়রা বলছে, আব্দুল গফ্ফার মিয়ার দুই মেয়ে ২০২২ সালের এইচএসসির পরীক্ষায় অংশগ্রহণ করেন। গতকাল ফল প্রকাশ হলে তারা জানতে পারে উভয়েই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ফলাফল খারাপ হওয়ায় বাড়িতে ফিরে দুই বোন কান্নায় ভেঙে পড়ে। পরে বিকেলে তাদের বাবা আব্দুল গফফার বাড়িতে ফিরে এ বিষয়টি জানতে পারেন। এতে তিনি ক্ষুব্ধ হন এবং উত্তেজিত হয়ে সন্তানদের বকতে থাকেন। একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত স্থানীয় চিকিৎসক ডেকে পাঠান। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসক জানিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে দলদলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল গফ্ফারের মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানিয়েছে। পরে রাতেই তাঁকে দাফন করা হয়েছে।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ