হোম > সারা দেশ > দিনাজপুর

রংপুরে সমাবেশস্থলে মৃত বিএনপি নেতার দাফন সম্পন্ন

বীরগঞ্জ ও দিনাজপুর প্রতিনিধি 

রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মারা যাওয়া নেতা মোস্তাফিজুর রহমানের (৫০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাহারোল উপজেলার পৌরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মৃতের ভাই মোফাজ্জল হোসেন জানান, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন মোস্তাফিজুর রহমান। রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে গিয়ে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে মারা যান তিনি। আজ তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, কাহারোল উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আব্দুল মালেক সরকার, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, জেলা বিএনপি নেতা আখতারুজ্জামান মিয়া, পিনাক চৌধুরী, খালেকুজ্জামান বাবু, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, কাহারোল থানা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামিম আলীসহ অন্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সমাবেশস্থলেই মারা যান মোস্তাফিজুর রহমান। তিনি মুকুন্দপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মৃত আক্তার হোসেনের বড় ছেলে। দিনাজপুর জেলার কাহারোল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে তিনি উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু