হোম > সারা দেশ > গাইবান্ধা

পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের পাল্টা ধাওয়া, ৫ বাস-ট্রাক ভাঙচুর 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

বিএনপির হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে একটি যাত্রীবাহী বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ডাম্প ট্রাক ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার জুনদহ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সকাল থেকেই জুনদহ এলাকায় অবস্থান নেয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী। দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে গাইবান্ধাগামী ফরহাদ স্পেশাল নামের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর চালানো হয়। এরপর রংপুরগামী দুটি পণ্যবাহী ট্রাক ও দুটি ডাম্প ট্রাকে ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) লাইছুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ালশেল ছোড়া হয়। এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা সম্ভব হচ্ছে না। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেই সঙ্গে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস