হোম > সারা দেশ > রংপুর

ধর্ষণের পর বোরকা পরে পালানোর চেষ্টা, ধরা পড়লেন জনতার হাতে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

বোরকা পরে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িহাটে শাহ আলম মিয়া নামের ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জনতা। পরে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আটক শাহ আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক প্রতিবন্ধী এক শিশু শিক্ষার্থী মঙ্গলবার ধর্ষণের শিকার হয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে একটি ভুট্টা খেতে নিয়ে শাহ আলম ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।

এদিকে ঘটনার পর শাহ আলম বোরকা পরে পালানোর চেষ্টা করেন। তবে শেষরক্ষা হয়নি তাঁর। স্থানীয় লোকজন উপজেলার শঠিবাড়িহাটে তাঁকে আটক করেন। পরে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি কর্মকর্তা এ এস আই মো. সুফিয়ার রহমান।

এদিকে শাহ আলম মিয়া আটক হওয়ার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড