হোম > সারা দেশ > নীলফামারী

দুই ডায়াগনস্টিক সেন্টারের ভুলে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় এক ডায়াগনস্টিক সেন্টারের আলট্রাসনোগ্রামের ভুল রিপোর্ট এবং অপরটির ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে উপজেলা সদরের লাইফ কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী পরিবার। তবে লাইফ কেয়ার ডায়াগনস্টিক কর্তৃপক্ষের দাবি, প্রসূতির আলট্রাসনোগ্রাম রিপোর্টে ভুল তথ্য এসেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পাথরখুরা গ্রামের সজীব ইসলামের স্ত্রী প্রসূতি রোজিফা আক্তার লাইফ কেয়ার হাসপাতালে পরামর্শের জন্য গেলে কর্তৃপক্ষ দ্রুত সিজার করতে বলে। এরপর রাত ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ক্লিনিকের ডাক্তার আইনুল হক প্রসূতিকে সিজার করে একটি অপরিণত বাচ্চা প্রসব করান। জন্মের পরেই নবজাতকের মৃত্যু হয়।

মৃত নবজাতকের দাদা নজরুল ইসলাম জানান, গত ১০ ফেব্রুয়ারি মণি ডায়াগনস্টিক সেন্টারে পুত্রবধূ প্রসূতি রোজিফাকে আলট্রাসনোগ্রাম করানো হয়। রিপোর্টে সম্ভাব্য প্রসবের তারিখ ৩ মার্চ বলে উল্লেখ করা হয়। এর আগে ওই ডায়াগনস্টিক সেন্টারে আরও তিনবার আলট্রাসনোগ্রাম করা হয়েছিল রোজিফার। সেখানেও প্রসবের সম্ভাব্য তারিখ একই উল্লেখ করা হয়।

এদিকে সম্ভাব্য তারিখের ২ দিন পরেও রোজিফার প্রসববেদনা ছিল না। পরে গতকাল রোববার (৫ মার্চ) তাঁকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের দায়িত্বরত নার্স হাসিনা বেগম আলট্রাসনোগ্রাফি রিপোর্ট দেখে প্রসূতিকে দ্রুত লাইফ কেয়ার হাসপাতালে সিজার করানোর পরামর্শ দেন। 

এরপর লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ম্যানেজার তাইজুল ইসলাম জানান, প্রসূতির ডেলিভারির সময় হয়ে গেছে। সিজার করা না হলে ক্ষতি হবে।

মৃত নবজাতকের মা রোজিফা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যখন ওই ক্লিনিকে পরামর্শের জন্য যাই, তখন পুরোপুরি সুস্থ ছিলাম। হসপিটালের লোকজন নতুন করে আলট্রাসনোগ্রাম না করেই বলে আজকেই আপনাকে সিজার করতে হবে, নয়তো সমস্যা হবে। সমস্যার কথা শুনে ভয়ে আমরা রাজি হই। তারা সময় পরিপূর্ণ না হতেই শুধু টাকার জন্য আমার সিজার করেছে। তারা আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই।’

রোজিফার অস্ত্রোপচার করা চিকিৎসক আইনুল ইসলাম বলেন, ‘প্রসূতির আলট্রাসনোগ্রামের রিপোর্ট অনুযায়ী অপারেশন করা হয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই রিপোর্টে প্রসবের সম্ভাব্য তারিখ দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী আরও কিছুদিন পর ডেলিভারি হওয়ায় কথা। কিন্তু চারবারের আলট্রাসনোগ্রামের রিপোর্টে একই সময় উল্লেখ থাকার কারণে আর পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। রোগীর স্বজনেরাও এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।’

অন্যদিকে মণি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মানিক ইসলাম বলেন, ‘আমাদের রিপোর্টে ভুল থাকতেই পারে। কিন্তু এক মাস আগের আলট্রাসনোগ্রাফি রিপোর্ট দিয়ে ওই ক্লিনিক কেন সিজার করাবে। এর দায়ভার আমাদের নয়। সিজার করার আগে আলট্রাসনোগ্রাফি করার নিয়ম রয়েছে। এটা ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতি।’

আলট্রাসনোগ্রামের রিপোর্ট প্রদানকারী ডাক্তার আলিফ লায়লার সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে লাইফ কেয়ার ক্লিনিকের কয়েকজন নার্স বলেন, ‘মৃত বাচ্চাটি দেখে যথেষ্ট অপরিণত মনে হয়েছে। অন্তত আরও দুই মাস গর্ভে থাকার কথা।’

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘অনুমোদনহীন লাইফ কেয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ রয়েছে। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের নানা অনিয়ম ধরা পড়ায় উপজেলা প্রশাসন সিলগালা করে দিয়েছিল। এর আগেও প্রসূতি ও শিশু মৃত্যুর ঘটনায় একাধিকবার ক্লিনিকটি সিলগালা করেছে প্রশাসন। কিন্তু অজ্ঞাত কারণে বারবার তারা পার পেয়ে যায়।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস