হোম > সারা দেশ > রংপুর

স্বামীর বাড়ি থেকে নিখোঁজ স্ত্রী, থানায় জিডি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর উপজেলায় স্বামীর বাড়ি থেকে মুর্শিদা বেগম নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ বিষয়ে জিডি করেছেন গৃহবধূর বাবা মফিজ উদ্দিন। এর আগে গত ২৬ মে উপজেলার তেঁতুলিয়া ফরিদপুর গ্রামে থেকে নিখোঁজ হন ওই গৃহবধূ। 

গৃহবধূর বাবা মফিজ উদ্দিন বলেন, আমর মেয়ে মুর্শিদা বেগমের সঙ্গে জামাই মোতালিব মিয়ার ৬ বছর আগে বিয়ে হয়। মোতালিব মিয়া তেঁতুলিয়া ফরিদপুর গ্রামের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে। গত ২৮ মে জামাই মোতালিব মিয়া আমাদের বাড়িতে গিয়ে জানায় আমার মেয়ে কাউকে কিছু না জানিয়ে গত ২৬ মে বাড়ি থেকে বের হয়ে গেছেন। মেয়ে জামাইয়ের কাছে এ কথা শুনে সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করেছি।  কিন্তু কোথাও মেয়ে মুর্শিদাকে খোঁজ পাইনি। এ ঘটনায় গতকাল রাতে মিঠাপুকুর থানায় জিডি করেছি। 

শাহীন মিয়া নামে গৃহবধূর এক আত্মীয় বলেন, মুর্শিদা নিখোঁজ হওয়ার দুই দিন পর আমাদের জানানো হয়েছে। এ ক্ষেত্রে মুর্শিদার স্বামী মোতালিবের উচিত ছিল থানা-পুলিশের সাহায্য নেওয়া। কিন্তু তিনি তা না করে নীরব ভূমিকা পালন করছেন। 
 
এ বিষয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন, জিডির সূত্র ধরে তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ