হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে অভিযানে গিয়ে নানা অনিয়মের সত্যতা পেল দুদক

ঠাকুরগাঁও প্রতিনিধি

অভিযানে গিয়ে নিম্নমানের খোলা সয়াবিন তেল ব্যবহারের প্রাথমিক সত্যতা পায় দুদক। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত হাসপাতালের প্রতিটি বিভাগে অভিযান চালানো হয়।

এ সময় হাসপাতালে রোগীদের খাবারে নিম্নমানের খোলা সয়াবিন তেল, বহির্বিভাগে দীর্ঘক্ষণ চিকিৎসকদের অনুপস্থিত, লিফটম্যান না থাকাসহ বেশ কিছু অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। পরে তারা এসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে অনিয়মের বিষয় তুলে ধরে।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালের ওষুধ রোগীদের ঠিকমতো বিতরণ করা হয় না, রোগীদের টেস্ট বাইরে থেকে করার জন্য বলা হয়।

হাসপাতালে দুদকের অভিযান। ছবি: আজকের পত্রিকা

এ ছাড়া খাবারের মান নিয়ে প্রশ্ন, রোগীদের সঙ্গে চিকিৎসকদের খারাপ ব্যবহার এবং লিফটম্যান না থাকাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবীল হকের নেতৃত্বে পাঁচজন কর্মকর্তা হাসপাতালে অভিযান চালান। এ সময় বিভিন্ন ধরনের নথি যাচাই, কয়েকজন চিকিৎসকসহ, সেবাপ্রত্যাশী রোগীদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা।

এ বিষয়ে দুদকের ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক বলেন, রোগীদের বিভিন্ন সময়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসব বিষয়ে কার্যকর কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ