হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৯৩ পেয়েছেন পৌর কাউন্সিলর আব্দুস সামাদ। গতকাল সোমবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানান তিনি। 

পৌর কাউন্সিলর আব্দুস সামাদ পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি পীরগঞ্জ পৌরসভার গুয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ডে দুইবারের নির্বাচিত হওয়া পৌর কাউন্সিলর। 

এ বিষয়ে কাউন্সিলর আব্দুস সামাদ বলেন, ‘পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মেলাতে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে। এ ভাবনা থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আগামীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছি।’ 

পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিয়াজ বলেন, ‘আমার নিজ এলাকার কাউন্সিলর আব্দুস সামাদ এবার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন। আমরা তাঁর পড়াশোনার ব্যবস্থা করেছিলাম। বোর্ডের নিয়মনীতি মেনে ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এ কাজের জন্য আমি নিজেকে সফল মনে করছি।’ 

জানা গেছে, পৌর কাউন্সিলর আব্দুস সামাদের দুই ছেলে রয়েছে। বড় ছেলে নাহিদ হাসান ২০২০ সালে এসএসসি পাস করে। বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ। সে বর্তমানে পীরগঞ্জ এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ