হোম > সারা দেশ > রংপুর

তিস্তায় নিখোঁজ অপর শিক্ষার্থীর লাশ ১৭ দিন পর উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ নাইস আহম্মেদ (১৯) নামের অপর শিক্ষার্থীর লাশ ১৭ দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার নোহালী ইউনিয়নের সাপমারি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নাইস নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গণেশের বাজার এলাকার মোনাব্বের হোসেনের ছেলে। এ নিয়ে তিস্তায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশই উদ্ধার হলো। এর আগে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর মুন্না আহমেদের (১৮) লাশ উদ্ধার করা হয়।

নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তাঁর নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতেন। নাইস ও মুন্না এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর সকালে ছয় বন্ধু মিলে তিস্তায় গোসল করতে নামেন। এ সময় তাঁরা স্রোতে তলিয়ে যেতে থাকলে একজন সাঁতরে তীরে উঠলেও বাকি পাঁচজন উঠতে ব্যর্থ হন। এ সময় সেখানে উপস্থিত লোকজন নৌকা দিয়ে তিনজনকে উদ্ধার করতে পারলেও অন্য দুজন নিখোঁজ হন।

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন