হোম > সারা দেশ > নীলফামারী

ডিমলায় বুড়িতিস্তার বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ভারী বর্ষণ আর উজানের ঢলে নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা নদীর বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মধ্যম সুন্দর খাতা এলাকায় বুড়িতিস্তা নদীর মূল বাঁধের প্রায় ৬০ মিটার অংশ ভেঙে গেলে এসব গ্রাম প্লাবিত হয়। তাতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, অনেক কৃষকের জমির ফসল ও আমন ধানের বীজতলা তলিয়ে গেছে।

সুন্দর খাতা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ষাটের দশকের বাঁধ এখনো মজবুত থাকার কথা নয়। এর আগে বাঁধটি ভেঙে প্রায় ২০ বছর অনাবাদি ছিল হাজার একর জমি। অথচ টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তিনি বলেন, তাঁর গ্রামের অন্তত ৫০ জন কৃষকের আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে।

একই এলাকার বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ‘প্রবল বর্ষণ ও উজানের ঢল নেমে আসায় বাঁধটি ভেঙে প্রবল বেগে পানি ঢুকছে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় ঘরে থাকা মালপত্র খাটের ওপর রেখেছি। রাতে যদি বৃষ্টি হয়, তাহলে আর বাড়িতে থাকা যাবে না। আমরা পরিবার নিয়ে বিপদে আছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, বাঁধ ভেঙে যাওয়ায় ওই এলাকার অন্তত এক হাজার বিঘা আবাদি জমি সাময়িক পতিত হয়ে পড়বে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে পুরোনো এই বাঁধটি আমাদের আওতায় কি না—এ ব্যাপারে সংশয় আছে। কাগজপত্র দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ