কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শফিকুল ইসলাম (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত শফিকুল ইসলাম উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের মওয়ামারী গ্রামের মৃত রেজাব উদ্দিনের ছেলে।
এ বিষয়ে বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী জানান, আজ বৃহস্পতিবার সকালে শফিকুল ইসলাম বাড়ির পাশে গাছে ডাল কাটতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।