হোম > সারা দেশ > লালমনিরহাট

গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের

লালমনিরহাট প্রতিনিধি 

মা ও ছেলের মৃত্যুতে শোকাহত প্রতিবেশীরা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের কালীগঞ্জে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের জামাল হোসেন (৩০) ও তাঁর মা কমলা বেগম (৬৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে নিজেদের একটি গরু ছুটে একটি ঘরে ঢুকে পড়ে। ওই ঘরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে রাখা ছিল। ছোটাছুটি করতে গিয়ে অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে বিদ্যুতায়িত হয়ে পড়ে গরুটি। এ সময় গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন জামাল হোসেন। তখন ছেলেকে বাঁচাতে গিয়ে মা কমলা বেগমও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মা-ছেলের লাশ উদ্ধার করে।

মৃত জামালের বোন নাজমা বেগম বলেন, ‘ঘটনা বুঝতে পেয়ে আমি বাড়ির প্রধান সুইচ বন্ধ করে মা ও ভাইকে উদ্ধার করি। কিন্তু ততক্ষণে তাঁদের মৃত্যু হয়েছে।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ