হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

রাস্তার পাশে পড়ে ছিল মিষ্টি ব্যবসায়ীর লাশ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় রাস্তার পাশ থেকে মোজাম্মেল হক (৪৫) নামের এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার যাদুরানী বাজারে দীর্ঘদিন ধরে মিষ্টির দোকান চালাতেন।

আজ সোমবার সকালে উপজেলার খাকরতলা গ্রামের পাকা রাস্তার পাশে তাঁর লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে হরিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশ উদ্ধার করে। মোজাম্মেল হকের বাড়ি উপজেলার নন্দগাঁও ভূতপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে প্রতিদিনের মতো তিনি তাঁর দোকান বন্ধ করেন। তবে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে রাস্তার পাশে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

প্রথম লাশ দেখতে পাওয়া খাকরতলা গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, ‘সকালে হাঁটতে বের হয়ে রাস্তার পাশে একজনকে পড়ে থাকতে দেখি। কাছে গিয়ে দেখি, কোনো সাড়াশব্দ নেই। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে পুলিশে খবর দিই।’

যাদুরানী বাজারের ব্যবসায়ী ও মোজাম্মেলের দীর্ঘদিনের সহকর্মী আবদুল মতিন বলেন, ‘মোজাম্মেল ভাই খুবই শান্তস্বভাবের মানুষ ছিলেন। কারও সঙ্গে ঝগড়া-বিবাদ ছিল না। এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।’

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু