রংপুরের মিঠাপুকুরে বিদ্যুতের তারে জড়িয়ে সোহাগ মিয়া নামের এক এসএসসি পরীক্ষার্থীর (১৬) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়বালা গ্রামে এ ঘটনা ঘটে।
সোহাগ মিয়া বড়বালা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। সে ছড়ান উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সোহাগ মিয়া প্রতিবেশী দৌলত মিয়ার সেচপাম্পের কাছে যায়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বড়বালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারিকুল ইসলাম এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।