হোম > সারা দেশ > রংপুর

ভারতে যাওয়ার পথে তারাগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

গ্রেপ্তারকৃত আনিছুর রহমান লিটন। ফাইল ছবি

ভারতে যাওয়ার পথে যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিছুর রহমান লিটনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাসপোর্ট যাচাই-বাছাইয়ের সময় তাঁর বিরুদ্ধে মামলা থাকার তথ্য ধরা পড়লে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আনিছুর রহমানের পরিবার সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান দীর্ঘদিন ধরে পিএলআইডি সমস্যায় ভুগছেন। তাঁর বড় ভাই আনারুল হক হার্টের জটিলতায় আক্রান্ত। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশে তাঁরা ভিসা গ্রহণ করেন। এরপর আনিছুর রহমান, তাঁর বড় ভাই আনারুল হক, ভাবি আনোয়ারা বেগম ও ভাতিজি আরশি আক্তারসহ পরিবারের সদস্যরা নিজ বাড়ি থেকে গাড়িতে বেনাপোলে পৌঁছান।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও তারাগঞ্জ থানা সূত্রে জানা গেছে, আনিছুর রহমানের পাসপোর্ট স্ক্যান করার পর ইমিগ্রেশন ডেটাবেইসে তাঁর বিরুদ্ধে রংপুর মহানগরের কোতোয়ালি থানায় একটি মামলার তথ্য পাওয়া যায়। পরে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আনিছুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। নির্দেশনা অনুযায়ী সোমবার তাঁকে রংপুর মহানগর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

রংপুর মহানগর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি ছোড়ার ঘটনায় বাবুখা এলাকার বাসিন্দা আবু সাঈদ মিয়া বাদী হয়ে ৭ নভেম্বর একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় আনিছুর রহমানকে ২৯ নম্বর আসামি করা হয়।

গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় মোবাইল ফোনে আনিছুর রহমান বলেন, ‘আমি তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। সর্বশেষ দোয়াত-কলম প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছি। আমি ও আমার বড় ভাই চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলাম। আমার বিরুদ্ধে মামলা রয়েছে, বিষয়টি আমার জানা ছিল না।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড