হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছয় দফা দাবিতে আজ বুধবার ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্পনগরী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় তাঁরা অবস্থান নেন। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, পদোন্নতির বিষয়ে হাইকোর্টে রায় বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন এবং ২০২১ সালে রাতে নিয়োগপ্রাপ্ত ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল।

ছয় দফা দাবিতে আজ বুধবার ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্পনগরী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া আরিফ ফয়সাল, মো. শাহেদ, শাকিব, রাজু, শৈশব মহন্ত ও আশিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তাঁরা বলছেন, দাবির বিষয়ে জেলা প্রশাসক সরাসরি এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না।

এই প্রতিবেদন লেখার সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাঁদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ