হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ধরলার চরে মিলল বালুচাপা লাশ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ধরলার চরে লাশের কাছে পুলিশ ও উৎসুক জনতারা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার চরে বালুচাপা অজ্ঞাত এক লাশের সন্ধান পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকার চরে এ লাশের সন্ধান মেলে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন কৃষক ভুট্টাখেতে কাজে যাওয়ার সময় বালুর ওপর দুই পা বাইরে বেরিয়ে থাকতে দেখেন। লাশের বাকি অংশ বালুচাপা দেওয়া। তাঁদের চিৎকারে শতাধিক উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রংপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি অবগত করা হয়। বেলা ১টার দিকে সিআইডি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা-পুলিশের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

ওসি মামুনুর রশীদ বলেন, ‘রংপুর পুলিশের সিআইডি টিমের সহায়তায় ধরলা নদীর চর থেকে ২৩-২৫ বছর বয়সের এক অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশের সুরতহাল ও সব প্রক্রিয়া শেষ করে আগামীকাল (বুধবার) ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড