হোম > সারা দেশ > রংপুর

জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে কৃষক নিহত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

নিহত কৃষক মো. আনসারের বাড়িতে পুলিশ ও উৎসুক মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে শ্যালকের লাঠির আঘাতে মো. আনসার (৫১) নামের এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই মমিনটলা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আনসার আলী মমিনটলা গ্রামের মৃত নিয়াসু মোহাম্মদের ছেলে। অভিযোগ ওঠা চাচাতো শ্যালকের নামও আনছার আলী। তিনি একই গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর শ্যালক আনছারের ছোট ভাই নজরুল ইসলামকে (৩০) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, আট শতক জমি নিয়ে দুই পরিবারের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিস-বৈঠক করা হলেও মীমাংসা হয়নি। আজ বৃহস্পতিবার সকালে বিরোধ চলা জমিতে হালচাষের পর ভুট্টার বীজ বোনার চেষ্টা করছিলেন আনসার আলী ও তাঁর ছেলে এনামুল হক এবং স্ত্রী সেকিধন। এ সময় তাঁদেরকে বাধা দেন শ্যালক আনছার আলী ও তাঁর ভাই নজরুল ইসলাম এবং তাঁদের লোকজন। দুপক্ষের মধ্যে মারপিট শুরু হলে শ্যালকের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন দুলাভাই।

স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনসার আলীকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে এনামুল হক অভিযোগ করে বলেন, জমি নিয়ে বিরোধ শুরু পর থেকেই বাবাকে হুমকি দিয়ে আসছিলেন আনছার আলী মামা। আজ সকালবেলা ভুট্টা লাগানোর সময় কেউ বাধা দিতে যায়নি। আজ দুপুরে হঠাৎ করেই লাঠিসোঁটা নিয়ে মামা লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালান। বাবাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছেন মামা। বাবা হত্যার বিচার চাই।

আমজানখোর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই মারা গেছেন। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

এ বিষয় জানতে বাড়িতে গেলে পরিবারের লোকজনসহ আনছার আলী আত্মগোপনে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় নজরুল ইসলাম নামের যুবককে স্থানীয়রা ধরে পুলিশ হেফাজতে দিয়েছেন। নিহতের পরিবার এজাহার দিলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ