হোম > সারা দেশ > দিনাজপুর

গাছ ও ফুল দিয়ে শহীদ মিনার তৈরি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

অনেকে যখন ইট-পাথর দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তখন দিনাজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গাছ ও ফুল দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এভাবে শ্রদ্ধা নিবেদন করে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশংসিত হচ্ছেন। 

গাছ ও ফুল দিয়ে শহীদ মিনারটি তৈরি করা হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, গ্রিল দিয়ে ঘেরা ফুল বাগানের এক কোণে কাঁটামেহেদি ও গাঁদা ফুল দিয়ে তৈরি করা হয়েছে শহীদ মিনার। এ ছাড়া এর পাদদেশে গাঁদাফুল দিয়ে ‘২১’ লেখা হয়েছে। এই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেন শিক্ষক-শিক্ষার্থীরা। গাছ ও ফুলের তৈরি এই শহীদ মিনারের ছবি ফেসবুকে প্রকাশ হলে অনেকে এই ব্যতিক্রম উদ্যোগকে প্রশংসা করছেন।

শহীদ মিনারের মূল কারিগর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, ‘গত বছরের মতো এবারও এই শহীদ মিনারটি সাজানো হয়েছে। এটি দেখতে শিক্ষার্থীদের সঙ্গে অনেক দর্শনার্থীও আসছেন। সহায়তা পেলে এই বাগানের কাজ প্রসারিত করা হবে।’

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম এ মান্নান বলেন, ‘সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ও বাগান অন্য বিদ্যালয়ের জন্য অনুপ্রেরণা।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড