হোম > সারা দেশ > রংপুর

৫ দিনের ছুটি নিয়ে ৪ বছর উধাও চিকিৎসক

শিপুল ইসলাম, রংপুর

পাঁচ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন দিয়ে প্রায় ৪ বছর ধরে অনুপস্থিত রয়েছেন রংপুরের এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষ তার বাড়ির ঠিকানায় চিঠি পাঠালেও সেটি গ্রহণ না করায় ফেরত আসে বলে জানা গেছে। এমনকি হাসপাতালে দেওয়া মোবাইল নম্বরে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। এ দিকে বছরের পর বছর ধরে সেবাবঞ্চিত হচ্ছেন ওই এলাকার সাধারণ জনগণ। 

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বলছেন, ওই চিকিৎসক বিদেশে গেছেন বলে শুনেছেন তারা। তবে কোন দেশে গেছেন সেটি জানে না তিনি। 

ওই চিকিৎসক হলেন—রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আ ন ম কায়সার আনম। তাঁর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ সরকারপাড়া গ্রামে। আনমের বাবার নাম মো. কামাল রফিকুল আলম। 

সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে তিনি ৩ বছর ১১ মাস ১১ দিন ধরে অনুপস্থিত। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ৩৯ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চিকিৎসক আ ন ম কায়সার আনম ২০১৯ সালের ১২ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। এরপর ২০২০ সালের ২ মার্চ হাসপাতালে পাঁচ দিনের নৈমিত্তিক ছুটির আবেদন করেন। ছুটি মঞ্জুর হলে ওই দিনই কায়সার আনম কর্মস্থল ত্যাগ করেন। এরপর দীর্ঘ দিন তিনি কর্মস্থলে অনুপস্থিত। হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। ওই চিকিৎসকের ঠিকানায় ডাকযোগে চিঠি পাঠালেও তা ফেরত আসে। 

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘তারাগঞ্জে যোগদানের পর থেকে চিকিৎসক কায়সার আনমকে হাসপাতালে পাইনি। তাঁর সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার ডাকযোগে চিঠি পাঠানো হলেও তা রিসিভ না হওয়ায় হাসপাতালে ফেরত আসে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে জানিয়েছি।’ 

তিনি আরও বলেন, ‘চিকিৎসক কায়সার আনমের কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর বিভাগীয় পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তাঁর অনুপস্থিতির বিষয়টি অবহিত করেছি। লোকমুখে শুনেছি ওই চিকিৎসক বিদেশে গেছেন। তবে কোন দেশে গেছেন তা নিশ্চিত কেউ বলতে পারেন না। ওই চিকিৎসকও অফিসিয়ালভাবে জানায়নি। দীর্ঘ দিন ধরে তাঁর পদ হাসপাতালে শূন্য পড়ে রয়েছে।’ 

তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন বলেন, ‘একজন চিকিৎসক কর্তৃপক্ষকে না জানিয়ে তিন বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কর্তৃপক্ষের উচিত ওই চিকিৎসক পদায়ন বাতিল করে সেখানে নতুন কাউকে যোগদান করানো। এতে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত হবে।’ 

তারাগঞ্জের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘মানব কল্যাণ ঘর’ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘একজন চিকিৎসক পাঁচ দিনের ছুটি নিয়ে চার বছর ধরে নিরুদ্দেশ। তিনি বেঁচে আছেন কি না, দেশে আছেন না কি বিদেশে আছেন, কেউ বলতে পারেন না। হাসপাতালে তাঁর পদ খুবই গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘ দিন অনুপস্থিত থাকায় সেবা প্রত্যাশীরা চিকিৎসাসেবা বঞ্চিত হচ্ছেন। ওই চিকিৎসকের এমন আচরণ উদ্বেগজনক। বিষয়টি কর্তৃপক্ষের খতিয়ে দেখা দরকার।’ 

উল্লেখ্য হাসপাতালে দেওয়া ওই চিকিৎসকের মোবাইল নম্বরে যোগযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ