হোম > সারা দেশ > রংপুর

পীরগাছা উপজেলা বিএনপিতে ১৯ বছর পর নতুন নেতৃত্ব

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

পীরগাছা উপজেলা বিএনপির নির্বাচিত নেতারা। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি। গতকাল বুধবার দ্বিবার্ষিক সম্মেলনে আমিনুল ইসলাম রাঙ্গা সভাপতি, নাজির হোসেন সিনিয়র সহসভাপতি, শরিফুল ইসলাম ডালেজ সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০৬ সালে পীরগাছা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শেষে নির্বাচিত প্রার্থীগণের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে ছয় সদস্যের এই কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

এর আগে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে এবং সদস্যসচিব খন্দকার মতিয়ার রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

এছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ প্রমুখ। পরে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ