হোম > সারা দেশ > রংপুর

পীরগাছা উপজেলা বিএনপিতে ১৯ বছর পর নতুন নেতৃত্ব

 পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

পীরগাছা উপজেলা বিএনপির নির্বাচিত নেতারা। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি। গতকাল বুধবার দ্বিবার্ষিক সম্মেলনে আমিনুল ইসলাম রাঙ্গা সভাপতি, নাজির হোসেন সিনিয়র সহসভাপতি, শরিফুল ইসলাম ডালেজ সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০৬ সালে পীরগাছা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুধবার রাতে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শেষে নির্বাচিত প্রার্থীগণের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে ছয় সদস্যের এই কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

এর আগে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে এবং সদস্যসচিব খন্দকার মতিয়ার রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।

এছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ প্রমুখ। পরে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা

পাশেই পলিথিনে মোড়ানো আটা, অন্ধকার রাস্তায় পড়ে ছিল দিনমজুরের লাশ