হোম > সারা দেশ > দিনাজপুর

শপথবাক্য না পারায় ৪৫ শিশুকে লাঠিপেটা করলেন প্রধান শিক্ষিকা

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

আফতাবগঞ্জ ফিজু সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের কয়েকজন শিক্ষার্থী শপথবাক্য না পারায় তাদের লাঠিপেটা করা হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রাগের বশে একসঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪৫ জন শিক্ষার্থীকে লাঠিপেটা করে জখমের অভিযোগ উঠেছে। উপজেলার আফতাবগঞ্জ ফিজু সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী অভিভাবক।

এ বিষয়ে অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. মাছুমা আক্তার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর উপজেলার আফতাবগঞ্জ ফিজু সেমি ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইরামসহ (১১) প্রতিষ্ঠানটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করতে বলা হয়। কিন্তু কেউ শপথবাক্য পাঠ করতে না পারায় স্কুলের প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপি উত্তেজিত হয়ে ক্লাসে থাকা সব শিক্ষার্থীকে বেদম লাঠিপেটা করেন।

এতে ইরাম মোহাম্মদের বাঁ হাতের মাংসপেশিতে ক্ষত সৃষ্টি হয়। এ ছাড়া তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আ. রব (১০) ও অহনা (৯) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানজিম হোসেনের (১২) জখম হয়েছে বলে দাবি তাদের অভিভাবকদের।

ইরাম মোহাম্মদের বাবা তাসনিম আলম বলেন, ‘দিন দিন ছেলের হাতের ক্ষত বাড়ছে। প্রচণ্ড ব্যথায় কান্নাকাটি করছে, স্কুলের যাওয়ার কথা বললে আঁতকে উঠছে। কোমলমতি শিশুদের এভাবে গণহারে লাঠিপেটা করে কীভাবে?’ এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

শিক্ষার্থীদের লাঠিপেটার কথা স্বীকার করে প্রধান শিক্ষিকা উম্মে কুলসুম লিপি বলেন, ‘সেদিন বাচ্চারা শপথবাক্য পাঠ করতে না পারায় আমি রাগের বশে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪৫ শিক্ষার্থীকে লাঠি দিয়ে মেরেছি। এটি আমার অত্যন্ত ভুল হয়েছে, এ জন্য আমি অভিভাবকদের কাছে সরি বলেছি। তারপরও যদি কোনো অভিভাবক এ বিষয়ে অভিযোগ করে, তাহলে তো আমার করার কিছু নেই। এতে আমার যা শাস্তি হয় হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডাকা হয়েছে। অভিযুক্ত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড