মাত্র ২ দশমিক ৪৭ সেকেন্ডে এক হাতে পাঁচটি রাবার দাঁড় করিয়ে এবং একটির ওপর আরেকটি ফেলে দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ঠাকুরগাঁওয়ের ছেলে জাহিদুল ইসলাম অঙ্কন। এর আগের রেকর্ডটি ছিল মালয়েশিয়ার এক যুবকের। তাঁর সময় লেগেছিল ৩ দশমিক ৬৪ সেকেন্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
অঙ্কন ঠাকুরগাঁও শহরের শাহ্পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম ইকবাল হোসেন ও মায়ের নাম জাহেদা বেগম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
গত বুধবার (২৩ আগস্ট) এ বিষয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি ই-মেইল করে রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে অঙ্কনকে। আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যে স্বীকৃতিপত্র পাঠানো হবে বলেও জানিয়েছে গিনেস কর্তৃপক্ষ। অঙ্কনের এমন সাফল্যে খুশি তাঁর শিক্ষক, স্বজন, বন্ধুসহ এলাকাবাসী।
নতুন কোনো লক্ষ্য আছে কি না, জানতে চাইলে অঙ্কন জানান, তাঁর লক্ষ্য এখন নতুন নতুন খেলায় অংশ নিয়ে বাংলাদেশের হয়ে রেকর্ডগুলো নিজের করে নেওয়া।
অঙ্কনের বাবা ইকবাল হোসেন জানান, তাঁর ছেলে ছোটবেলা থেকেই নতুন কিছু করতে আগ্রহী। তিনি বলেন, ‘এটা আমাদের পরিবার-পরিজনের জন্য যেমন গর্বের বিষয়, তেমনি করে বিশ্ব রেকর্ড দেশের জন্যও সম্মান এবং গর্বের বিষয়।