হোম > সারা দেশ > দিনাজপুর

সেনা পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আনসার নিহত, আহত ৫

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরে সেনাবাহিনীর পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচজন যাত্রী। আজ শনিবার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পার্বতীপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আনসার সদস্যের নাম তৈয়ব আলী (৪৮)। তিনি লালমনিরহাটে হাতিবান্দা উপজেলার গিড্ডমারী দোয়ানী এলাকার হানিফ আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন রংপুরের তারাগঞ্জের লালমিয়া (৫৬), তাঁর স্ত্রী রুবিনা বেগম (৪০) ও বোন ফাতেমা আক্তার (৩৪), পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের হরিরামপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে নুর আলম (৫৬) এবং চিরিরবন্দরের শামসুল ইসলামের ছেলে ফাইম ইসলাম (৩৮)।

জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিল সেনাসদস্য বহনকারী একটি পিকআপ। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই অটোরিকশাটি সৈয়দপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তৈয়ব আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ১ ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে ওসি আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার