হোম > সারা দেশ > দিনাজপুর

সেনা পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আনসার নিহত, আহত ৫

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরে সেনাবাহিনীর পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের পার্বতীপুরে সেনাবাহিনীর পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচজন যাত্রী। আজ শনিবার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পার্বতীপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আনসার সদস্যের নাম তৈয়ব আলী (৪৮)। তিনি লালমনিরহাটে হাতিবান্দা উপজেলার গিড্ডমারী দোয়ানী এলাকার হানিফ আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন রংপুরের তারাগঞ্জের লালমিয়া (৫৬), তাঁর স্ত্রী রুবিনা বেগম (৪০) ও বোন ফাতেমা আক্তার (৩৪), পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী ইউনিয়নের হরিরামপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে নুর আলম (৫৬) এবং চিরিরবন্দরের শামসুল ইসলামের ছেলে ফাইম ইসলাম (৩৮)।

জানা গেছে, আজ বিকেল সাড়ে ৪টার দিকে সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিল সেনাসদস্য বহনকারী একটি পিকআপ। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই অটোরিকশাটি সৈয়দপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তৈয়ব আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ১ ঘণ্টা ওই রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।

এ বিষয়ে ওসি আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ