হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী সীমান্তে ১২ জনকে আটক করেছে বিজিবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

ভূরুঙ্গামারী সীমান্তে ১২ জনকে আটক করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ১২ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার উপজেলার নলেয়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করে। বিকেলে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আতাউর রহমান (৩৮), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৩৫), তাঁদের সন্তান আল আমিন (১৯) ও আরজিনা খাতুন (১৬), পুত্রবধূ মনিষা বেগম (২০) ও নাতি আবু বকর সিদ্দিক (৯ মাস), এনামুল হক (৪০), তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও ছেলে মো. ইদুল হাসেন (১৬), আব্দুল মজিদ (৪২), তাঁর স্ত্রী হালালি বেগম (৩৬) ও ছেলে হালাল মিয়া (২০)। তাঁরা সবাই ফুলবাড়ী উপজেলার শিংহলবাড়ি সোনাইকাজী ও একই উপজেলার বড়লই বড়ভিটা এবং নাগদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর আগে কাজ করতে তাঁরা ভারতে গিয়েছিলেন। তাঁদের ২০ দিন ভারতীয় জেলে বন্দী রাখা হয়। এরপর শনিবার তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি কয়েকজনকে থানায় হস্তান্তর করতে নিয়ে এসেছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড