হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী সীমান্তে ১২ জনকে আটক করেছে বিজিবি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

ভূরুঙ্গামারী সীমান্তে ১২ জনকে আটক করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ১২ জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার উপজেলার নলেয়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁদের আটক করে। বিকেলে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আতাউর রহমান (৩৮), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৩৫), তাঁদের সন্তান আল আমিন (১৯) ও আরজিনা খাতুন (১৬), পুত্রবধূ মনিষা বেগম (২০) ও নাতি আবু বকর সিদ্দিক (৯ মাস), এনামুল হক (৪০), তাঁর স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও ছেলে মো. ইদুল হাসেন (১৬), আব্দুল মজিদ (৪২), তাঁর স্ত্রী হালালি বেগম (৩৬) ও ছেলে হালাল মিয়া (২০)। তাঁরা সবাই ফুলবাড়ী উপজেলার শিংহলবাড়ি সোনাইকাজী ও একই উপজেলার বড়লই বড়ভিটা এবং নাগদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আটক ব্যক্তিরা জানান, প্রায় ১০ বছর আগে কাজ করতে তাঁরা ভারতে গিয়েছিলেন। তাঁদের ২০ দিন ভারতীয় জেলে বন্দী রাখা হয়। এরপর শনিবার তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিজিবি কয়েকজনকে থানায় হস্তান্তর করতে নিয়ে এসেছে।’

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ