হোম > সারা দেশ > দিনাজপুর

কবরস্থানের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে একজন আহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

আজ সকালে ফুলবাড়ী পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় আনোয়ারুল ইসলাম নামের একজন আহত হন।

জানা গেছে, পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের বুড়াদীঘির কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আনোয়ারুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পূর্ব গৌরীপাড়া কবরস্থান কমিটির। আজ সকালে কমিটির সদস্যরা কবরস্থান এবং কবরস্থানসংলগ্ন পুকুর পাড়ে বেড়া দিতে গেলে দুই পক্ষের বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।

কমিটির উপদেষ্টা আলতাব হোসেন বলেন, কবরস্থানের এই জায়গাটি মুসলিম জনসাধারণের ব্যবহারের জন্য তৎকালীন জমিদার দিয়ে গেছে। কিন্তু মৃত আব্দুল জব্বার পরবর্তীকালে কাগজপত্র সৃষ্টি করে নিজের বলে দাবি করায় এই বিরোধ সৃষ্টি হয়েছে।

অপর দিকে আনোয়ারুল ইসলামের দাবি, এই জমি তাঁর বাবা জমিদারের কাছ থেকে হুকুম দখলের মাধ্যমে কিনে নিজ নামে খাজনা-খারিজ রেকর্ড করে নিয়েছেন। তিনি বলেন, ‘পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে আমরা কবরস্থানের জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু কবরস্থান পরিচালনা কমিটি পুকুরের সব দিক দখল করার চেষ্টা করছে, এতে বিরোধ সৃষ্টি হয়েছে।’

আনোয়ারুল বলেন, ‘কবরস্থান কমিটি কবরস্থান ঘেরা দেওয়ার কথা বলে ওই কবরস্থানের সঙ্গে থাকা আমার নিজ নামিও পুকুর ও পুকুর পাড়ে আমার মৃত ভাই কামরুজ্জামানে এতিম মেয়ের জায়গায় ঘেরা বেড়া দেয়। এ সময় আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা হয়।’

এদিকে আনোয়ারুলের ওপর হামলার কথা অস্বীকার করে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আনোয়ারুলের ওপর কেউ হামলা করেনি, সে পড়ে গিয়ে আহত হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার