হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে সেতুর ওপর পড়ে ছিল ভাঙারি ব্যবসায়ীর লাশ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মেনহাজুল ইসলাম (৫০) নামের এক ভাঙারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গিহাট-রাঙামাটি সড়কের ফুলবাড়ী কোল্ডস্টোরেজসংলগ্ন মৎস্যপাড়া গ্রামের মাঝামাঝি ডারকি ডোবা সেতুর ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মেনহাজুল ইসলাম ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

মেনহাজুলের স্ত্রী ফুলো বানু বলেন, তাঁর স্বামী ভাড়ায় চালিত একটি চার্জার ভ্যান নিয়ে বিভিন্ন এলাকা থেকে ভাঙারি সংগ্রহ করে পশ্চিম গৌরপাড়া এলাকার মকবুলের দোকানে বিক্রি করতেন। গতকাল রোববার দুপুরে ভাঙারি সংগ্রহ করতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। রাত গভীর হলে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। পরদিন আজ সোমবার সকালে ফেসবুকে মেনহাজুলের লাশের ছবি দেখে এলাকাবাসী তাঁকে দেখালে তিনি গিয়ে লাশ শনাক্ত করেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মো. ফরহাদ হোসেন ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন