‘আমার মাইয়াডারে গুলি কইরা বিএসএফ পাখির মতো মাইরা কাঁটাতারে ঝুলাইয়া রাইখছে। মাইয়াডার কত রক্ত যে মাটিত পড়ছে, তার কোনো কিনারা নাই। ১২ বছর হইয়া গেল, তারও বিচার পাইলাম না। বিচারের জন্য আর কত অপেক্ষা করতে হবে।’ শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে কথাগুলো বলছিলেন কুড়িগ্রাম সীমান্তে নিহত কিশোরী ফেলানীর মা জাহানারা বেগম।
কাল ৭ জানুয়ারি ফেলানী হত্যাকাণ্ডের এক যুগ পূর্ণ হচ্ছে। কিন্তু কান্না থামেনি মা জাহানারা বেগমের। মাঝেমধ্যেই মেয়ে হারানোর স্মৃতি তাঁকে তাড়া করে, তখন শুধু নীরবে কাঁদেন। এই দুঃসহ স্মৃতির ভার আর তিনি বইতে পারছেন না। প্রতিবছরের এ সময় সেই কষ্ট আরও বেড়ে যায়। কারণ, এ সময় সংবাদকর্মীরা ভিড় করেন বাড়িতে। তাঁদের নানা প্রশ্নের উত্তর দিতে হয়। স্মৃতি খুঁড়ে বেদনা জাগান তাঁরা। কিন্তু ফেলানী হত্যাকাণ্ডের বিচার কবে হবে—সেই উত্তর পান না তিনি। তাঁর শেষ ইচ্ছা, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দেখে যাওয়া।
ফেলানীর বাবা নূরুল ইসলাম বলেন, ‘বিচার করতে আর কত দিন লাগবে? ফেলানী হত্যার পর সরকারসহ বিভিন্ন সংগঠন খোঁজ নিলেও এখন আর কেউ খোঁজ নেয় না। আমার অন্য ছেলেমেয়েদের নিয়ে খুব বিপদে আছি। পরিবারে কারও চাকরির ব্যবস্থা করলে দুবেলা খেয়ে-পরে বাঁচতে পারতাম।’
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে বাড়ি হলেও জীবিকার প্রয়োজনে ফেলানীর বাবা নূরুল ইসলাম পরিবার নিয়ে থাকতেন ভারতে বঙ্গাইগাঁও গ্রামে। দেশে ফেলানীর বিয়ে দেবেন বলে ২০১১ সালের ৬ জানুয়ারি রাতে মেয়েকে নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে রওনা দেন নূরুল ইসলাম। ৭ জানুয়ারি ভোরে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে কাঁটাতারের ওপর দিয়ে মই বেয়ে পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের ছোড়া গুলি লাগে ফেলানীর শরীরে। গুলিবিদ্ধ ফেলানী কাঁটাতারে ঝুলে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিথর দেহ কাঁটাতারের ওপর ঝুলে থাকে সাড়ে চার ঘণ্টা। ফেলানীর ঝুলন্ত মরদেহের ছবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলে সমালোচনার ঝড় ওঠে। ফেলানী হত্যার বিচার এবং সীমান্ত হত্যা বন্ধে ভারতের ওপর চাপ বাড়ে।