হোম > সারা দেশ > পঞ্চগড়

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা কমে সর্বনিম্ন 

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত। হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে কমছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠা-নামা করছে। বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। 

আজ রোববার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত তিন দিন ধরে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। 

শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন তাঁরা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 

সদর ইউনিয়নের আজিজনগর এলাকার বাসিন্দা তাজউদ্দীন বলেন, ‘কয়েক দুন ধরেই তেঁতুলিয়ায় অনেক শীত অনুভূত হচ্ছে। শীত ও কুয়াশার কারণে আমরা সময়মতো কাজে যেতে পারি না। আমরা গরিব মানুষ, আমাদের কেউ খোঁজ নেয় না।’ 

মহানন্দা নদীতে পাথর উত্তোলনের শ্রমিক জামিরুল ইসলাম। তিনি বলেন, ‘আগে ৬টায় কাজ শুরু করলেও কয়েক দিন ধরে শীতের কারণে নদীতে নামতে পারছি না। রোদের অপেক্ষায় আছি। শীত যতই হোক, কাজ করতেই হবে আমাদের।’ 

তেঁতুলিয়া পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, উত্তরের হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯টায় তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে। 

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা