হোম > সারা দেশ > রংপুর

হাসপাতালের বেড ভেঙে মেঝেতে পড়লেন রোগী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী (৫৫)। ওই রোগীর ছেলে (১২) তাঁর মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে এলে বেডে বসা মাত্রই বেডটির এক পাশের পায়া ভেঙে মেঝেতে পড়ে যান তাঁরা। 

আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রোগীর কোনোরকম ক্ষতি হননি বলে জানিয়েছেন চিকিৎসক। 

উপজেলার থানাহাট ইউনিয়নের ফকির পাড়া এলাকার নুরনেছা বেগম (৫৫) আজ শনিবার সকালে শারীরিকভাবে অসুস্থবোধ করছিলেন। পরে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যার দিকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বিছানা ভেঙে পড়ে মেঝেতে পরে যান তিনি। 

নুরনেছা বেগম বলেন, আজ (শনিবার) সকালে ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ২৬ নম্বর বিছানা দেওয়া হয় তাঁকে। কিন্তু বিছানাটি নড়বড়ে ছিল। সন্ধ্যার দিকে তাঁর ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়। এতে সামান্য ব্যথা পেয়েছেন তিনি। তবে হাসপাতালের তদারকির অভাবে এ পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত, বিছানাটি খারাপ ছিল কেউ বুঝতে পারেনি। তবে রোগীর কোনো ক্ষতি হয়নি। তাঁকে বিছানা পরিবর্তন করে দেওয়া হয়েছে।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ