হোম > সারা দেশ > রংপুর

হাসপাতালের বেড ভেঙে মেঝেতে পড়লেন রোগী

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী (৫৫)। ওই রোগীর ছেলে (১২) তাঁর মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে এলে বেডে বসা মাত্রই বেডটির এক পাশের পায়া ভেঙে মেঝেতে পড়ে যান তাঁরা। 

আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রোগীর কোনোরকম ক্ষতি হননি বলে জানিয়েছেন চিকিৎসক। 

উপজেলার থানাহাট ইউনিয়নের ফকির পাড়া এলাকার নুরনেছা বেগম (৫৫) আজ শনিবার সকালে শারীরিকভাবে অসুস্থবোধ করছিলেন। পরে স্বজনেরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সন্ধ্যার দিকে হাসপাতালে শুয়ে থাকা অবস্থায় বিছানা ভেঙে পড়ে মেঝেতে পরে যান তিনি। 

নুরনেছা বেগম বলেন, আজ (শনিবার) সকালে ঘাড় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ২৬ নম্বর বিছানা দেওয়া হয় তাঁকে। কিন্তু বিছানাটি নড়বড়ে ছিল। সন্ধ্যার দিকে তাঁর ছেলে নুর হাসান (১২) বিছানার ওপর বসলে ভেঙে পড়ে যায়। এতে সামান্য ব্যথা পেয়েছেন তিনি। তবে হাসপাতালের তদারকির অভাবে এ পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি অনাকাঙ্ক্ষিত, বিছানাটি খারাপ ছিল কেউ বুঝতে পারেনি। তবে রোগীর কোনো ক্ষতি হয়নি। তাঁকে বিছানা পরিবর্তন করে দেওয়া হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড